========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
অনুভবের অণু পরমাণু
লেখকঃ সাঈদা নাঈম
অনুভব আর অনুধাবনের ভেতরে
নিঃসঙ্গতার দুয়ার প্রান্তে,
মাতাল সৌরভের শিখায়
যে আছে দাঁড়িয়ে
দুহাত বাড়িয়ে।
আছে সে বৈভবে সকল কলরবে।
নিরবধি মিশে আছে অস্থির ভেতরে।
অনুচ্চারিত শব্দের স্তব্ধতা
আজ আর করে না বিদ্ধ।
আমৃত্যু আচ্ছন্নতায় উৎক্ষিপ্ত মন
অচিন্তনীয় নতুন প্রারম্ভে মগ্ন।
সত্তায় নাচে সমর্পিত জীবন।
অণু পরমাণু ভরা দিন যাপন
বিস্ময়ের উল্লাসে মিশে থাকে নিঃশ্বাসে
অন্ধকার দূর করে বিন্দু বিন্দু আলো দিয়ে।