========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
যৌবনের সময় শেষ
লেখকঃ বৃষ্টি মাসুদ
বার্ধক্য এসে কড়া নাড়ে স্মৃতির জানালায়,
খুলে কি দেখেছো সে কি বলতে চায়।
দেখো জীবনের অনেক প্রাপ্তি তবু্ও অপূর্ণতা
স্মৃতিরাও কেঁদে ফেরে নিভৃতে নিরালায় একা।
স্মৃতিরা আজ প্রশ্ন করে, কি পেয়ে সুখি ছিলে
ভালবাসার ঝুলন দোলা নাকি দুঃখে ভাসানো ভেলা?
এক্সফউত্তরে বললাম হেসে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া
দুঃখের মাঝে সুখ খুঁজেছি জীবনের বাঁকে বাঁকে,
ভালবাসার ঝুলন দোলা সেতো
পেয়েছি প্রিয়ার বাহু ডোরে।
স্মৃতির প্রশ্নগুলো আবারো বেশী ভাবায়,
কখনও কি ডুবেছো হৃদয়ের উষ্ণতায়?
বললাম স্বলাজ হেসে,চোখে চোখ রেখে,
হৃদয়ের উষ্ণতা তো প্রেম ধরে রাখে,
মিলনের সুরের চেয়ে তো আমায় বিরহ বেশী টানে।
স্মৃতিগুলো হাতটি ধরে নিয়ে যায় বহুদূর
চন্দ্রিমার আলোয় যেথা জাগিয়েছিল প্রেমের উন্মেষ।
স্মৃতির পাতায় আঁকা প্রিয় মুখখানা
কুহু কুজনে ছিলো সুখের ঘরগড়া
বন্ধু বিহনে আজ শুধু আনে বিবর্নতা।
স্মৃতির হাত ধরে জীবন খাতা খুলি
কি পেয়েছি কি পাবোনা একা ভেবে মরি,
ধুলোট জমানো পথ মাড়িয়ে বাড়ি ফিরে
দেখি সে পথ সরে গেছে
যৌবনের সময় শেষ তো।