========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
স্বপ্নিল আশা
লেখকঃ তানিয়া সুলতানা মিতা
ওই যে দূরে মাঠ, মাঠ পেরুলেই নদী,
নদীর পরে বন।
বৃষ্টি সেথায় ইচ্ছে হলে মনের সুখে ঝরে,
রামধনুরা সাতটি রঙে সাজে বারে বারে।
শাপলা শালুক বুকে নিয়ে হাসে দীঘির জল,
কাঠবেড়ালি দুষটু ভারি করে নানান ছল।
মেঘ দেখলে ময়ূরেরা নাচে পেখম মেলে,
সন্ধ্যে হলেই জোনাকিরা লুকোচুরি খেলে।
খোলা হাওয়া শরীর জুড়ে আদর ছুঁয়ে যায়,
অবাক করা জোছনা এসে স্বপ্ন বুনে যায়।
ঝরা ফুলের শয্যা জুড়ে ভালোবাসার ওম,
ব্যর্থ মনে যায় পালিয়ে দুঃস্বপ্নের যম।
ঐখানেতে বাঁধবো আমি একটি সুখের ঘর,
সঙ্গে যাবি? নেবো তোকে, থাকবি জীবন ভর।।