========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
মেঘের কাছে আর্জি
লেখকঃ শিলু জামান
মেঘ তুমি অঝোর ধারায় ঝরছো বেখেয়ালে,
একটু থামো তোমায় দেখি সূর্যের আড়ালে,
বৃষ্টি ভরা এই দুপুরে তোমার গর্জনে
একলা পাখি নীড় খোঁজে সবুজ অরণ্যে।
সঙ্গী হারা পথিক সে, পায় না খুঁজে নীড়
কষ্ট দেখে চড়ুই পাখি করছে সেথা ভীড়।
চড়ুই থাকেন অট্টালিকায় বড়োই সুখ স্বাচ্ছন্দে
কষ্ট করে বাঁধেনা বাসা থাকে অশেষ আনন্দে।
রোদ বৃষ্টি ঝড় ঝাপটা কিছুই পড়েনা গায়েতে
নেচে গেয়ে কাটায় বেলা সুখের নায়েতে।
পথ খোঁজা পথিক বেশে পায়না খুঁজে পথ
কষ্ট বুকে জড়িয়ে নিলো গন্তব্যেটুকু যত।
পাখনা দুখান ক্লান্তি শেষে একটু বিরাম চায়
ক্ষুধার্থ পেট খাবার খুঁজে কিছুই নাহি পায়।
বৃষ্টি ঝরা বাদল দিনে তাইতো উপোস থাকা
সঙ্গী বিহীন জীবনটা যে আনন্দেতে ফাঁকা।