Home কবিতা দুটি হৃদয়ের একটি নীড়

দুটি হৃদয়ের একটি নীড়

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

দুটি হৃদয়ের একটি নীড়

লেখকঃ উইলি মুক্তি

তোমার পলকে আমার স্বপ্ন
আমার অস্তিত্বে তোমার স্বর্গ।
তোমার প্রেমে আমার অধিকার
আমার ভালবাসায় তোমার বসবাস।
তোমার হৃদয়ে আমার স্পন্দন
আমার জীবনে শুধু তোমার প্রয়োজন।
তোমার সোহাগে আমার রাত্রি হয় ভোর
আমার আদরে সাজাও তোমার স্বপ্নিল বাসর।
আমার ক্যানভাসে তোমার অপলক চাতক চাহনি
তোমার চিত্তে আমার রক্তিম তুলির আঁচড়।

তোমার আলোয় আমি ঐশ্বর্য
আমার আঁধারে তুমি জোনাকি।
তোমার নিশ্বাসে আমি সুগন্ধী
আমার ঘ্রাণে তুমি মাতাল।
তোমার আকাশে আমি রংধনু
আমার লালিমায় তুমি পুলকিত মুগ্ধ।
তোমার নির্ভরতায় আমি দৃঢ়
আমার উদারতায় তুমি স্বাধীন।
তোমার অভিমানে আমি নিঃস্ব
আমার অনুরাগে তুমি পূর্ণ।
তোমার স্পর্শে আমি লজ্জাবতী লতা
আমার সান্নিধ্যে তুমি ধ্রুবতারা।

তোমার অধীনে আমার সর্বস্ব
আমার আরাধনায় তোমার প্রাপ্য।
তোমার বিশ্বাসে আমার অহংকার
আমার শেকড়ে তোমার সংসার।
তোমার নয়নে আমার আড়াল
আমার সমর্পণে শুরু তোমার অধ্যায়।
তোমার প্রতারণায় হবে আমার সমাপ্তি
আমার ঘৃণায় হবে তোমার বিসর্জন।

Exit mobile version