========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
তোর অপেক্ষায়
লেখকঃ তানিয়া সুলতানা মিতা
আমার একলা সকাল, একলা দুপুর
একলা থাকার খামখেয়ালী।
ভেবেছিলাম ভালোই হলো
নিজেই নিজের জ্বালবো আলো।
যাকগে সব চুঁকেবুকে
ভালোবাসা নাইবা হলো।
সেদিন অফিস থেকে ফেরার পথে
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়,
কে যেনো ঠিক তোরই মতো
হাত বাড়িয়ে ডাকছে আমায়।
কাছে যেতেই হারিয়ে গেলো
সবটা যেনো এলোমেলো।
ছুটির রাতে মুভির মুডে
বারান্দাটা খোলাই রাখি,
উইন্ডচাইমের টুংটাং এতে
বাজে তোরই যেনো পদধ্বনি।
স্বপ্নেতে তুই রোজই আসিস
আদরগুলো অঙ্গে মাখিস,
সকাল বেলা কপালেতে
আলতো করে চুমুও আঁকিস।
এমনি করে যায় কি বাঁচা?
তুই ছাড়া মোর শূন্য খাঁচা।
তবু আমি শরৎ মেঘে স্বপ্ন সাজাই
পারিস যদি,আসিস ফিরে এই বুকের ডেরায়।।