========================================================
“TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।
তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।
আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org“-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।
========================================================
জীবনের সা র গা ম
লেখকঃ ফাতিমা মমতাজ
জীবন?
অমূল্য ঘনঘটায় সিক্ত ,
সলজ্জ আটপৌরে সময়ের পলে পলে গাঁথা-
রাজকীয় সাধনায় বোণা একটি অমূল্য চাদর।
যেটি চিকন সুঁইয়ের ফোঁড়ে হয়
আহত বারংবার।
তবুও অস্ফুট অহঙ্কারে-
ঝিকমিকিয়ে ওঠে ভালোবাসার নিপুণ
কারুকাজ তার॥
এইতো জীবন!
স্বর্গের সুধায় ভরে আকণ্ঠ,
লক্ষ্যের সীমান্ত ছুঁয়ে যাওয়া স্বপ্ন।
ভালোবাসায় হয় লীন সবকিছু
এ এক অন্তহীন মোহ আর-
আবেগ জড়ানো কামনা ।
ছুটে চলে নিরন্তর,
ভরে নিতে আঁচলে তার-
প্রাপ্তির ষোলআনা।
হায় জীবন!
এই আছে এই নেই তবু;
হিসেবের খাতাটি ছাড়েনা কেউ।
যদিও নগদ হিসেব হয় হাতছাড়া-
তারপরও উপরি পাওনার
নেশাসক্ত চোখ,
হারায় বিবেক, দেখেনা মন।
রকমারী রঙ মেখে খেলে অকারণ।
এটাই আমাদের চলমান অধরা জীবন॥